টি-টোয়েন্টি ক্রিকেট মূলত রানের খেলা। এই ফরম্যাটে দ্রুত রান তোলার দিকে নজর থাকে ব্যাটারদের। সেটা করতে গিয়ে তাদের কেউ কেউ ব্যাট নিয়ে কারসাজি শুরু করেছেন। নির্ধারিত সাইজের চেয়ে চওড়া ব্যাট নিয়ে ক্রিজে হাজির হওয়ার অভিযোগ উঠেছে আইপিএলের কিছু ব্যাটারের বিরুদ্ধে।
তাই এবার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে আইপিএল কর্তৃপক্ষ। ব্যাট নিয়ে কারসাজি রুখতে নতুন নিয়ম জারি করেছে তারা। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ক্রিজে যাওয়া ব্যাটারদের ব্যাট পরীক্ষা করবেন আম্পায়াররারা। এজন্য অনফিল্ড আম্পায়ারদের হাতে দেওয়া হচ্ছে বিশেষ ‘ব্যাট গজ’।
ব্যাট পরীক্ষার নিয়ম অবশ্য আগে থেকেই রয়েছে। সাধারণত ম্যাচ রেফারি আগেই ব্যাটের মাপ পরীক্ষা করে থাকেন। তবে অভিযোগ আছে, যেসব ব্যাট পরিমাপ করা হতো খেলোয়াড়রা সেসব সরিয়ে রেখে ‘ওভারসাইজড’ ব্যাট নিয়ে ক্রিজে নামতেন।
আম্পায়ারদের হাতে এখন যে বিশেষ ‘ব্যাট গজ’ দেওয়া হয়েছে, ব্যাট এই গজের ফাঁকা স্থান দিয়ে পুরোপুরি বেরিয়ে আসলেই কেবল সেই ব্যাট নিয়ে খেলতে পারবেন ব্যাটাররা। গেল বছর ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নটিংহ্যাম্পশায়ার এই বিশেষ ব্যবস্থায় আটকে গিয়ে শাস্তির মুখে পড়েছিল। এবার আইপিএলে দেখা গেল সেই একই ব্যবস্থা। নতুন নিয়মে ওপেনারদের ব্যাট পরীক্ষা করে দেখবেন ম্যাচ রেফারি।
এই বিষয়টি জানিয়ে ভারতের এক সংবাদমাধ্যমকে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেন, ‘কারোরই এমন অনুভব করতে হবে না যে, আরেক দল অন্যায্য সুবিধা পাচ্ছে। খেলার স্বচ্ছতা যেন নিয়ন্ত্রিত হয় সেজন্য বিসিসিআই এবং আইপিএল সবসসময় সব রকমের ব্যবস্থা নিয়েছে।’
‘আমরা প্রযুক্তিকে সর্বোচ্চভাবে ব্যবহার করেছি যেন প্রতিটি সিদ্ধান্ত পর্যালোচনার সুযোগ পায় এবং খেলায় কোনো ধরনের অন্যায় প্রভাব না পড়ে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো খেলার চেতনাকে অক্ষুন্ন রাখা’-যোগ করেন অরুণ ধুমাল।
আইসিসির নিয়ম অনুযায়ী, ব্যাটের মাঝের অংশের পুরুত্ব হবে ২.৬৮ ইঞ্চি, প্রস্থ হবে ৪.৩৩ ইঞ্চি, এবং কিনারার দিকে পুরুত্ব ১.৬১ ইঞ্চি। ব্যাটের নিচের দিকে থাকা বাঁক বা ‘বাল্জ’ ০.২০ ইঞ্চির মধ্যে থাকতে হবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১