চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আমরা চট্টগ্রামে আর জলাবদ্ধতা দেখতে চাই না। ৫১টি খাল চট্টগ্রামে আজ অবৈধভাবে দখল হয়ে গেছে। বন্দরের চেয়ারম্যানকে বলতে চাই, কর্ণফুলীতে অবৈধ দখলদারদের আগামী ১৫ দিনের মধ্যে সব প্রকার লিজ বাতিল করে অবৈধ স্থাপনা সব ভেঙে দিতে হবে। নদীর সীমানা অনুসারে যাতে জোয়ার-ভাটার কর্ণফুলী হয় সেটা আগামী ১৫ দিনের মধ্যে আমরা দেখতে চাই।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বর্ষায় চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা সৃষ্টির জন্য নগর জামায়াতের উদ্যোগে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে তিনি একথা বলেন।
মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।
শাহজাহান চৌধুরী বলেন, আমাদের এই চট্টগ্রাম একটি ঐতিহ্যবাহী শহর। এই শহরে নির্বিচারে পাহাড় কাটার কারণে ধসে ৫৬ জনেরও বেশি মানুষকে প্রাণ দিতে হয়েছে। তারা গরীব মানুষ, বস্তির মানুষ, তাদের কেনো প্রাণ দিতে হয়েছে। সিটি কর্পোরেশন তাদের কোনো ক্ষতিপূরণ দেয়নি।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা যখনই ডাক দেবেন আমরা সর্বস্তরের জনশক্তিকে আপনার পাশে দাঁড়াব।
সমাবেশে মহানগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আজকে এ সমাবেশে আমি প্রথমে ২০২১ সালে জলাবদ্ধতায় যারা পানিতে পড়ে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। কোটি কোটি টাকা খরচ করার পরেও জলাবদ্ধতার কোনো সমাধান হলো না। কোনো ঘটনা ঘটলেই সিডিএ সিটি কর্পোরেশনকে পরস্পরকে দোষ দেন। আমরা এই দোষারোপের সংস্কৃতি আর দেখতে চাই না। এখন একটি সমঝোতার সমাজ শুরু হয়েছে। সমন্বয়ের সমাজ শুরু হয়েছে, ঐক্যবদ্ধতার সমাজ শুরু হয়েছে। এভাবে ঐক্যবদ্ধ থেকে জাতি গঠন করবে চট্টগ্রাম মহানগরী জামায়াত।
এসময় তিনি সাবেক মেয়রেরা কোটি কোটি টাকা কী করেছেন তদন্ত করে তার শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানান।
বর্ণাঢ্য র্যালি প্রেস ক্লাবে থেকে শুরু করে জামাল খান চেরাগী পাহাড় মোড়, আন্দরকিল্লা লালদিঘি, কোতোয়ালি মোড় হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
Leave a Reply