আশুলিয়া থানাধীন চিত্রশাইল কামরুলের মোড় এলাকায় রাজউক থেকে ছয় তলা ভবনের অনুমোদন নিলেও রাজউকের নিয়মনীতি তোয়াক্কা না করে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করতেছে ভবন মালিক রুমা বেগম। । ফলে বেকায়দায় পড়ছে ভবনের তিন পাশের বাড়ির মালিকরা ও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায় আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ল্ডে চিত্রশাইল এলাকার কামরুলের মোড়ে রাজউক আইনের তোয়াক্কা না করেই নকশার ব্যত্যয় ঘটিয়ে নিজেদেও ইচ্ছমত ভবন নির্মাণ করছেন ভবন মালিক রুমা বেগম। রাজউক থেকে ছয় তলা ভবনের অনুমোদন নিয়ে রুমা বেগম স্বমী হানিফ খান, হোল্ডিং নং ২৩৩৫ । রাজউক শর্ত অনুযায়ী ভবন নির্মাণ কাজ শুরুর সময় ভবনের সামনে তথ্য সম্ভলিত সাইনবোর্ড প্রদর্শিত করার কথা থাকা সত্তেও তা করা হয়নি। এছাড়াও ভবনে পর্যাপ্ত সুরক্ষা বেস্টুনি ব্যবহার না করে ভবন নির্মাণ কাজ চলায় এলাকার সাধারন পথচারীগন ও নির্মাণ শ্রমিকরাও ঝুঁকিতে কাজ করছেন। এছাড়াও চতুরপাশ্বে ডেভিয়েশন করে ভবনের নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন ভবন মালিক কর্তৃপক্ষ। ভুক্তভোগী পাশের বাড়ির মালিক প্রবাসী মোঃ আজগর আলী বলেন ভবনের কাজ শুরু করার পর থেকেই আমি বলে আসতেছি রাজউকের নিতিমালা অনুযায়ী আপনার বাড়ির কাজ করেন। রুমা বেগম কোন কিছুই তোয়াক্কা না করে তার ইচ্ছে মত আমার বাড়ি সহ আারও দুইপাশে নিয়ম অনুযায়ী যতটুকু জায়গা রাখার কথা সেই টুকুতো রাখেই নাই।বরং যতটুকু রেখেছে তার চেয়ে বেশি একতলা ছাঁদ থেকে আবার নিয়ে নিছে। আবার উপরে নিরাপত্তা বেষ্টনী না দেওয়ার কারণে কাজ করা সময় উপর থেকে ইট বালু কাঠ পড়ে আমার ঘরের চালা নষ্ট করে দিয়েছে। এবং আমার পরিবার সহ ভাড়াটিয়ারা সর্বসময়ে আতন্কে দিনপাত করে। কথন যেন ঘটে যায় বড় ধরনের ঘটনা। এরকম পাশে আরও দূই বাড়ির মালিক একই সুরে কথা বলছে।
এলাকাবাসীর মতে, ভবনের নকশা ব্যত্যয় কোন ঘটনা না যদি ইমারত পরিদর্শককে ম্যানেজ করা যায়। নয়তো এমন ভাবে মেইন রাস্তার উপরে সেফটি নেট ও নকশার বিচ্যুতি করে ভবন নির্মন কাজ চালিয়ে যাওয়ার পরেও কিভাবে রাজউক কোন পদক্ষেপ গ্রহন করছেনা। রাজউক এর কর্মরত ইমরাত পরিদর্শক অন্ধ কিনা তা তাদের বোধগম্য নয়।
আমাদের মতে, আইনের দিক থেকে কোনও ঘাটিত নেই। রাজউকের লোকজন একেবারেই অপর্যাপ্ত সেটাও না। এখন যথেষ্ট লোকবল রয়েছে রাজউকের। সদিচ্ছা থাকলে কম লোকবল দিয়েও ভালো কিছু করা যায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১