স্টাফ রিপোর্টেরঃ
কুষ্টিয়ার কুমারখালি থানার আলাউদ্দিন নগর গ্রামের নূরুল ইসলামের ছেলে ওমান প্রবাসী মজনু শেখ প্রতারণার মাধ্যমে শরিয়তপুরের হৃদয় ও শাহাবুদ্দিনের কাছ থেকে প্রতারণা করে হাতিয়ে নিয়েছে প্রায় দুই লক্ষ টাকা।
সুত্রে জানাযায় ওমান প্রবাসী মজনু শেখ বিগত জানুয়ারি মাসে শাহরিয়ার হোসেন হৃদয় ও শাহাবুদ্দিনকে ওমানের ভিসা দিবে বলে হৃদয়ের মা রাবেয়া বেগমের কাছ থাকে প্রতারণার মাধ্যমে ওমানের ২৪০ রিয়াল যাহা বাংলাদেশের এক লক্ষ টাকা ও দেশের বিকাশনং ০১৮৪৬২৫৭০৪৪/০১৮৩৮০৫৫৬৬৬ এর মাধ্যমে ৫৬০০০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক মজনু শেখ। পরবর্তীতে একটা জাল ভিসা প্রদান করে বলে জানাযায়।ভুক্তভোগী রাবেয়া আক্তার জানায় আমার ছেলে হৃদয় ও শাহাবুদ্দিনকে ওমানে নিবে বলে প্রতারক মজনু শেখ প্রথমে আমার কাছ থেকে ওমানে একটি বাসায় নিয়ে ২৪০ রিয়াল নেয়।পরবর্তীতে একটি জাল ভিসা দেখিয়ে বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমে ৫৬০০০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তী কালে জাল ভিসার কথা জানতে পেরে আমার টাকা ফেরত চাইলে সে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে এবং আমার বিষয়ে কুৎসা রটাচ্ছে দেশের মাটিতে। উক্ত বিষয় হৃদয় বাবাকে জানাই এবংরমনা থানায় একটি অভিযোগ ও দায়ের করে। থানার এস আই মজনু বাড়িতে ফোন করলে তার ভাতিজা বাংলাদেশের দালাল সোহাগ ভিসা, ফিঙ্গার ও ইনসুরেন্সের জন্য পুনরায় এক লক্ষ টাকা দাবি করে। উক্ত টাকা না দিলে দালাল সোহাগ উল্টো আমাদের হুমকি দিচ্ছে। উক্ত টাকা যাহাতে ফেরত পাই সে বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী রাবেয়া আক্তার ও তার পরিবার
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১