পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় পবিপ্রবি কেন্দ্রে অংশ নিয়েছে দুই হাজার ৬২৭ জন ভর্তিচ্ছু। অংশগ্রহণের হার প্রায় ৬৫ দশমিক ৬৭ শতাংশ।
শনিবার বিকাল ৩টায় পবিপ্রবির মূল ক্যাম্পাসের কেন্দ্রসমূহে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর পবিপ্রবি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য চার হাজার শিক্ষার্থী আবেদন করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, রেজিস্ট্রার ড. মো. ইকতিয়ার উদ্দিন, ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মাদ আতিকুর রহমান, প্রক্টর আবুল বাশার খান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১