ডেক্স রিপোর্টঃ
বিজ্ঞাপন
রূপসায় সাব্বির (২৭) নামের এক যুবক সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক আহত হয়েছে। শনিবার রাত ৭টার দিকে রূপসা উপজেলার জয়পুর গ্রামের হেলার বটতলা ঈদগাহ ময়দান রোডে এই গুলির ঘটনা ঘটে। মারাত্মক আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। আজ শনিবার ২১ ডিসেম্বর রাত আনুমানিক ০৭টার সময় মোঃ কাদেরের পুত্র সাব্বির মোটরসাইকেল যোগে তার বাড়ি সামনে পৌঁছাইলে দুটি মোটরসাইকেলে চারজন যুবক প্রথমে তার গতিরোধ করে এবং তাকে তাদের গাড়িতে উঠানোর চেষ্টা করে। সাব্বির বিষয়টি বুঝতে পারে মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এসময় ১টি গুলি তার শরীরের পিছনে লাগে সে মারাত্মক যখম হয়। স্থানীরা তাকে উদ্ধার করে প্রাথমিক অবস্থায় রূপসা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ও কিসমত খুলনা ফাঁড়ির আইসি এস আই শফিকুল ইসলাম সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত গুলির প্রকৃত ঘটনায় কেউ কোনো কিছু স্পষ্ট করে বলতে পারেনি। তবে পুলিশের একটি সূত্র দাবি করেছে মাদক কেনাবেচা নিয়ে উক্ত গুলির ঘটনা ঘটতে পারে।
Leave a Reply