গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নের মাঠেরপাড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান পুড়ে ছাই গেছে। ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল সাড়ে ৭টার দিকে প্রথমে মালেক স্টোরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও চারটি দোকানে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের টিম লিডার আবু মোত্তালেব বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডে মালেকের মুদি দোকান, সাইদুলের মালামাল রাখার গোডাউন, মজনু স্টোর, জাহিদ ফার্মেসি, শহীদ স্টোর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ ছাড়া মনজুর চা দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানদার আব্দুল মালেক বলেন, প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে ঘুম থেকে উঠে শুনি আমার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছু হারিয়ে এখনো আমি দিশাহারা।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলোতে থাকা ফ্রিজ, টিভি, ওষুধ, মালামাল, আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কান্নায় ভারী হয়ে ওঠে ওই এলাকার পরিবেশ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান বলেন, বল্লমঝাড় মাঠেরপাড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি সহায়তা হিসেবে টিন বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১