আদালত থেকে কারাগারে নেওয়ার পথে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ওপর ডিম, জুতা ও ঝাড়ু নিক্ষেপ করেছে সাধারণ জনতা। এ সময় জনতা ঝাড়ু নিয়ে তার ওপর আক্রমণ করে। পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে উঠালে বিক্ষুব্ধ জনতা প্রিজন ভ্যানে লাথি ও ঢিল ছুড়তে থাকে।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে পৃথক মামলায় হাজিরা দেওয়ার জন্য আদালতে আনা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেখান হতে বের হওয়ার পথে এ ঘটনা ঘটে। এদিকে গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ফাঁসির দাবিতে মিছিল ও বিক্ষোভ করে বিএনপি। বিক্ষোভ শেষে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন বলেন, এই আওয়ামী লীগের দোসর কিরণের কারণে আমাদের নেতা প্রয়াত মান্নান স্যার মেয়র নির্বাচিত হয়েও দায়িত্ব পালন করতে পারেননি। আমরা এই খুনি, দোসর কিরণের ফাঁসি চাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুর রহমান কিরণকে আদালত পাড়ার গারদ খানার সামনে প্রিজন ভ্যানের দিকে নিয়ে আসছিলেন। এমন সময় আশপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির কিছু লোকজন স্লোগান দিয়ে তার ওপর ডিম নিক্ষেপ করে। এ সময় আরও কিছু লোক এসে ঢিল ছুঁড়ে ও তাকে উদ্দেশ্য করে ঝাড়ু দিয়ে আঘাত করে। পরে পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে প্রস্থান করে।
এর আগে গত ১৮ নভেম্বর রাতে ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্তে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক এই ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেফতার করে বিজিবি
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১