নিজস্ব প্রতিবেদকঃ
কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া বিটের আওতাধীন কবিরপুর মোজার ৫৫২ টেক এলাকায় সরকারি গেজেটভুক্ত জায়গা দখল করে চলছে ঘর বাড়ি নির্মাণের কাজ । বিট কর্মকর্তা ও বনগাটের সামনেই নির্মান হচ্ছে এ সব ঘরবাড়ি ,স্থানীয় সূত্রে জানা যায় বনগাড ও বিট কর্মকর্তা যোগসাজে অর্থের বিনিময়ে নির্মাণ হচ্ছে এসব ঘরবাড়ি।
বন বিভাগের জমি দখলে নিয়ে তৈরি করা হচ্ছে অবৈধ স্থাপনা। এমন অবস্থা দেখে স্থানীয় অনেকেই আরও বনভূমি দখলের প্রস্তুতি নিচ্ছে। উজাড় করছে বনের গাছপালা পাশাপাশি ধ্বংস হচ্ছে বন । পরিবেশের এই বিপন্নতা নিয়ে বন বিভাগ একেবারেই উদাসীন।
বনের জমিতে অবৈধভাবে ঘর তৈরির কারণ জানতে চাইলে নির্মানাধীন বাড়ির মালিক আয়নাল হোসেন বলেন, বিট অফিসের সাথে যোগাযোগ করেই নির্মান করছেন এই বাড়ি আয়নাল আরও বলেন স্থানীয় আরো অনেকেই এভাবে বনের ভিতরে বাড়ি নির্মাণ করছে যে প্রক্রিয়ায় আমিও একই ভাবে আমিও বনের জমিতে ঘর বাড়ি নির্মান করছি।
কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া বিট কর্মকর্তাকে মুঠো ফোনে বহুবার বাড়ইপাড়ার বিভিন্ন জায়গা সহ কবিরপুর মৌজার ৫৫২ টেক এলাকায় সরকারি গেজেটভুক্ত জায়গা দখলের বিষয়টি সম্পর্কে অবহিত করা হলেও নেয়া হয়নি কোন প্রকার পদক্ষেপ । বন বিভাগের বিপুল আয়তনের জমি বেদখলে চলে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও বন কর্মকর্তা ও বনকর্মীরা নীরব ভূমিকা পালন করছেন।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বন বিভাগের সহকারি বন সংরক্ষক কর্মকর্তা শহিদুল হাসান শাকিল বলেন,ভূমিদস্যুরা যতই শক্তিশালী হোক তারা কোন ভাবে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করে বাঁচতে পারবে না ,তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply