রাজধানীর মিরপুরে ১৩ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খোকন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। বোববার রাতে মিরপুর ১১ নাম্বারের পলাশ নগর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, পলাশ নগর এলাকার একটি বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করেন ওই কিশোরী। রোববার ভোরে ওই কিশোরী তার রুমে একা ঘুমিয়ে ছিল। পাশের রুম থাকা খোকন মিয়া কিশোরীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি রোববার বিকালে পরিবারকে জানায় ওই কিশোরী। পরে স্থানীয়রা খোকনকে আটক করে পুলিশে দেয়।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’
Leave a Reply