চট্টগ্রাম নগরী থেকে বিপুল পরিমাণ মাদক এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।
শুক্রবার (১৮ এপ্রিল) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রাম বন্দর থানার আনন্দবাজার সংলগ্ন পচার খাল এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মেরিন ড্রাইভের পাশে ঝোপের ভেতর বিশেষভাবে লুকায়িত দুইটি বস্তা থেকে ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৩৯ ক্যান বিয়ার, তিন বোতল বিদেশি মদ এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত টহল জোরদার রেখেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১