যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হয়েছে এমন ঘোষণা আসার পরও গাজায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। বুধবার এ ঘোষণা আসার পর ইসরাইলি বাহিনীর হামলায় ৭৩ জন নিহত হয়েছেন। অন্যান্য সূত্র বলছে, এ সংখ্যা আরও বেশি।
মনে করা হচ্ছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে ফিলিস্তিনে হামলার মাত্রা বাড়াতে পারে ইসরাইল। এমন আবহে ইসরাইলকে সতর্ক করেছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ।
ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) হুঁশিয়ারি দিয়েছে, গাজার ওপর ইসরাইলি হামলা অব্যাহত থাকলে তারা মুক্তির প্রাক্কালে থাকা জিম্মিদের হত্যা করতে পারে।
ইসলামিক জিহাদ জানিয়েছে, হামাসের পাশাপাশি তারাও ইসরাইলি জিম্মিদের আটক রেখেছে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গত কয়েক দিনে হামলায় বহু সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে এবং অগণিত পরিবার বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধবিরতির আগে এই ধরনের হামলার ফলে আরও মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
অপরদিকে, জিম্মিদের পরিবারের সদস্যরা ইসরাইলি কর্তৃপক্ষের কাছে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, এই ধরনের আক্রমণ জিম্মিদের জীবনের জন্য চরম ঝুঁকি সৃষ্টি করছে এবং আলোচনার পরিবেশ আরও জটিল করে তুলছে।
এদিকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মি মুক্তির প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে ‘প্রস্তুত’ বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, সরকার গত রাতে চুক্তি অনুমোদন লাভ করেছে এবং আগামীকাল থেকে কার্যকর হবে।
Leave a Reply