জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) অভিযোজন ও প্রশমনমূলক উদ্যোগকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন খাতের অংশীজনরা।
‘জলবায়ু সহনশীলতা জোরদারে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন কার্যক্রমে উদীয়মান ভূমিকা’—শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে এ বৈঠকের আয়োজন করে বিডিআরসিএস।
বৈঠকে সরকারের বিভিন্ন দপ্তর, জাতিসংঘ সংস্থা, দেশি-বিদেশি এনজিও, বেসরকারি খাত ও শিক্ষাবিদসহ সংশ্লিষ্ট বহু পক্ষের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিডিআরসিএস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমবর্ধমান দুর্যোগ মোকাবিলায় আমাদের বিস্তৃত নেটওয়ার্ক ও কমিউনিটি পর্যায়ের সক্ষমতা ব্যবহার করে অভিযোজন ও প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছি। একটি সহনশীল ও টেকসই বাংলাদেশ গঠনে সব অংশীজনকে একযোগে কাজ করতে হবে।
মূল বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট পানিসম্পদ বিশেষজ্ঞ ও ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। আলোচনায় অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সিপিপি পরিচালক আহমেদুল হক, বিডিআরসিএস ভাইস চেয়ারম্যান ড. তাসনিম আজিম, পর্ষদ সদস্য এয়ার কমোডর (অব.) শাহে আলম, ডা. মাহমুদা আলম মিতু, ব্র্যাকের পরিচালক মো. লিয়াকত আলী, ইউল্যাবের গবেষক ড. হাসিব মো. ইরফানুল্লাহ এবং জার্মান রেডক্রসের প্রতিনিধি গৌরব রয়।
বৈঠক সঞ্চালনা করেন বিডিআরসিএস-এর ডিসিআরএম বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার।
আলোচনার শেষে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণে কিছু প্রাথমিক সুপারিশ এবং একটি খসড়া রূপরেখা প্রণয়ন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১