মোঃ পারভেজ ( আশুলিয়া) ঢাকা ঃ
সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন জামগড়া-বাগবাড়ি আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ যুবকের নাম কাপ্তান (১৬)। তিনি হবিগঞ্জ জেলার মো. ডালিমের ছেলে। জামগড়া চৌরাস্তা এলাকার আলমগির চৌধুরীর ভাড়া বাড়িতে থেকে একটি দোকানের বিক্রয়কর্মী হিসাবে কাজ করতেন তিনি। আহত অপরজন হলেন- নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার মো. শেখ আবু জাফর। মাথায় ইটের আঘাতে আহত হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় ছয় রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে কাপ্তান নামের এক তরুণ গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বিএনপি নেতা মো. বকুল ভূইয়া ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি মো. শরীফ চৌধুরীর সক্রিয় কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ ও ইটের আঘাতে দুইজন আহত হন। তবে কোন পক্ষ গুলি ছুড়েছে তা নিশ্চিত করা বলা যাচ্ছে না।
উক্ত বিষয়ে বকুল ভুঁইয়া বাদি হয়ে আশুলিয়া থানায় শরিফ ভুইয়া, শুটার বাপ্পি, ঘাড়কাটা জুয়েল, মাইনুদ্দিন লিটন, তানভীর, রিপন, রেজাউল, রবিউল, মোস্তফাকে আসামি করে একটি অভিযোগ দায়ের হয়েছে। আশুলিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি জানতে পেরেছি।
Leave a Reply