মাদারীপুরের রাজৈরে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামের বাসিন্দারা। উপজেলার বেপারীপাড়া এলাকায় শনিবার রাত ৯টা থেকে শুরু হয়ে দফায় দফায় চলে এ সংঘর্ষ। এতে আট পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যের মধ্যে দুজন ওসি রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২ এপ্রিল উপজেলার বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ তার বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দে আতশবাজি ফোটায়। এতে বাধা দেয় একই গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও তার বন্ধুর। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়।
এর জেরে গত ৩ এপ্রিল সকালে উপজেলার বেপারীপাড়া মোড়ে জোবায়েরকে একা পেয়ে তাকে মারধর করে জুনায়েদ ও তার বন্ধুরা। এতে জোবায়েরের ডান পা ভেঙে যায়। এ ঘটনায় আহতের বড় ভাই সালমান খান অনিক বাদী হয়ে জুনায়েদকে প্রধান আসামি করে ছয়জনের নামে রাজৈর থানায় একটি মামলা করেন।
শনিবার সন্ধ্যায় অনিক রাজৈর বাজারে গেলে তাকে ধাওয়া দেয় জুনায়েদ ও তার বন্ধুরা। এ খবর ছড়িয়ে পড়লে রাতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। এ সময় ককটেল ফাটিয়ে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীও।
দুই গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে রাজৈর থানার ওসি মাসুদ খান, পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ওসি মাসুদ খান বলেন, ‘জুনায়েদের পক্ষে নেতৃত্ব দেয় উপজেলা তরুণ দলের সভাপতি গোলাম মাওলা আকন। আর জোবায়েরের পক্ষে নেতৃত্ব দেয় তার বড় ভাই অনিক। সংঘর্ষে থানা পুলিশের অন্তত আটজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।
Leave a Reply