[caption id="attachment_5434" align="alignleft" width="300"] বিজ্ঞাপন[/caption]
সময়ের জনপ্রিয় নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। তুমুল জনপ্রিয় ব্যাচেলর পয়েন্ট নাটক নির্মাণের মাধ্যমে তিনি দর্শকমহলে সবচেয়ে বেশী আলোচনায় আসেন। এরপর দর্শকদের পাশাপাশি ভক্ত-অনুরাগীদের অনেক নাটক উপহার দিয়েছেন।
‘হাউ সুইট’ নাটকের শুটিংয়ের সময় স্কুটি দিয়ে দুর্ঘটনায় অভিনেতা অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কাজল আরেফিন অমি। পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘আমাদের হাউ সুইট এর একটি দৃশ্য শুটিং এর সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল,তাসনিয়া ফারিন এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়।’
বিজ্ঞাপন
কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা সুস্থতা কামনা করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘দোয়া করি আপনারা পুরো টিম সুস্থতার সাথে আমাদেরকে একটি ভালো কাজ উপহার দিতে পারেন।’ আরেকজনের ভাষ্য , ‘ফি আমানিল্লাহ দোয়া রইলো সবার জন্য।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১