নিজস্ব প্রতিবেদকঃঅস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৫ অক্টোবর) সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান অস্ট্রেলিয়া বিএনপি নেতাকর্মীরা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, বিমানবন্দরে অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, সাধারণ সম্পাদক মো, আবুল হাছান, সহ-সভাপতি মো. কামরুল হাসান আজাদ, মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, ইঞ্জিনিয়ার হাবিব রহমানসহ মোহাম্মদ জাকির হোসেন, রাজু মোহাম্মদ, কুদ্দুসুর রহমান, অহিদুল ইসলাম, সর্দার মামুন, সায়েদ রহমান রিয়ালসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল অস্ট্রেলিয়ার নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভোটাধিকার ফিরে পাওয়া পর্যন্ত আন্দোলন ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
Leave a Reply