1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

দেশে ১০ বছরে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৪০ লাখ ৫৮ হাজার

  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৯ Time View

দেশে গত ১০ বছরে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৪০ লাখ ৫৮ হাজার ৭৯৯টি। ২০২৪ সালের সারা দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৩৬৪টি। এরমধ্যে স্থায়ী অর্থনৈতিক ইউনিট হচ্ছে ৬২ লাখ ৮৮ হাজার ২১৪টি। অস্থায়ী ৫ লাখ ৭৬ হাজার ৬২১টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত পরিবারের সংখ্যা ৫০ লাখ ১২ হাজার ৫২৯টি।

২০১৩ সালে মোট অর্থনৈতিক ইউনিট ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। এরমধ্যে স্থায়ী ৪৫ লাখ ১৪ হাজার ৯১টি, অস্থায়ী ৪ লাখ ৮২ হাজার ৯০৩টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত পরিবার ছিল ২৮ লাখ ২১ হাজার ৫৭১টি।

অর্থনৈতিক শুমারি ২০২৪ এর প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জরিপটি পরিচালনা করেছে।

বুধবার রাজধানী আগারগাঁওয়ে বিবিএস সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অর্থনৈতিক সংক্রান্ত টাস্কফোর্সের সভাপতি ড. কেএস মুর্শিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য দেন প্রকল্পটির প্রকল্প পরিচালক এসএম শাকিল আখতার।

 

দেশের মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে শহরে রয়েছে ৫৫ লাখ ৩১ হাজার ২০৩টি। ১০ বছর আগে ছিল ২২ লাখ ২৯ হাজার ৫৪৬টি। এক্ষেত্রে ১০ বছরের ব্যবধানে ইউনিট বেড়েছে ১৩ লাখ এক হাজার ৬৫৭টি।

এদিকে গ্রামে ২০২৪ সালের শুমারিতে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ লাখ ৪৬ হাজার ১৬১টি। ২০২৩ সালের জরিপে ছিল ৫৫ লাখ ৮৯ হাজার ১৯টি। এক্ষেত্রে বেড়েছে ২৮ লাখ ৫৭ হাজার ১৪২টি। অর্থনৈতিক ইউনিট শহরের চেয়ে গ্রামে বেশি হারে বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মোট অর্থনৈতিক ইউনিটের মাত্র ৮ দশমিক ৭৭ ভাগ শিল্প খাতের। বাকিগুলো সেবা খাতের ইউনিট। ৯৩ দশমিক ৫৩ ভাগ বা এক কোটি ১১ লাখ ৯ হাজার ২টি ইউনিট পরিচালিত হয় পুরুষ দ্বারা। নারী পরিচালক রয়েছেন ৭ লাখ ৬৮ হাজার ৪২টি ইউনিটে। হিজড়া ৩২০টি অর্থনৈতিক ইউনিট পরিচালনা করছে। দেশের অর্থনৈতিক ইউনিটগুলোতে কাজ করছে ৩ কোটি ৭ লাখ ৬১ হাজার ৩৪ জন। যার মধ্যে ৫৬ দশমিক ৮২ ভাগ গ্রামীণ।

প্রতিবেদনে আরও বলা হয়, উৎপাদনশীল খাতে প্রবৃদ্ধি যথেষ্ট কম। অপরপক্ষে সেবা খাতের ব্যাপক প্রবৃদ্ধি ঘটেছে। মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে ৯১ শতাংশ সেবা খাত প্রাধান্য বিস্তার লাভ করেছে। এ ছাড়া কর্মসংস্থানে নারীদের সংখ্যা ২০১৩ সালের তুলনায় ২০২৪ সালে কমেছে। ২০২৪ সালের অর্থনৈতিক শুমারিতে শহরে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ২৯ দশমিক ৭৩ শতাংশ। অন্যদিকে গ্রামে এ সংখ্যা ৭০ দশমিক ২৭ শতাংশ। মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বিবেচনায় গ্রামের প্রাধান্য বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট