দ্রুতবিচার ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস।
সোমবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বক্তব্যে সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি প্রফেসর ড. শামীমা তাসনীম বলেন, যুগ যুগ ধরে আমরা দেখে এসেছি ধর্ষণের ঘটনায় অনেক সময় আলামত নষ্ট করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে ধর্ষকরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। অনেক সময় থানায় মামলাও নেওয়া হয়নি। যদিওবা কোনো ধর্ষকে আইনের আওতায় আনা গেছে বা ঘটনা গণমাধ্যমে এসেছে, দেখা গেছে তিনি কোনো না কোনো এমপির আত্মীয় পরিচয়ে কিংবা রাজনৈতিক প্রভাবে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেছে।
ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন। তার প্রমাণ আবার দিতে হবে। আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশকে আমরা কলঙ্কিত হতে দেব না।
সংগঠনের সেক্রেটারি ড. ফেরদৌস আরা বকুল বলেন, আজ একটি পরিবারে, ঘরে শিশু নিরাপদ নয়। আমাদের মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। যেখানে একজন নারী যেন ঘরে বাইরে সমান নিরাপদ বোধ করবেন। আওয়ামী লীগের নৈতিকতাবিহীন শিক্ষা ব্যবস্থায় মানুষের নৈতিকতার বিলুপ্ত হয়েছে। সেজন্য সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামী সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি ইসলামী শিক্ষার বিকল্প নেই।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত নারী প্রয়াসের সহ-সভাপতি ডা. শাহীন আরা আনওয়ারী, সহকারী সেক্রেটারি সাহেল মুস্তারি, ইঞ্জিনিয়ার নিয়ামা ইসলাম প্রমুখ।
Leave a Reply