নরসিংদীর রায়পুরা থানাধীন চর বেগমাবাদ তুলতুলি এলাকায় কবির হোসেনের কাছে স্থানিয় মেম্বার ওসমান গনি দুই লক্ষ টাকা ধার চায়। টাকা দিতে না চাইলে জোর করে কবির হোসেনের দুইটি গরু নিয়ে বিক্রি করে দয়েছে মেম্বার।
থানার অভিযোগ সুত্রে জানাযায় রায়পুরা থানাধীন চর বেগমাবাদ তুলতুলি এলাকায় কবির হোসেনের কাছে স্থানিয় ওসমান গনি মেম্বার দূই লক টাকা ধার চায়। কিন্তু কবির হোসেন টাকা দিতে না চাইলে গত ১১ জানুয়ারি বিকাল তিন ঘটিকার সময় মেম্বার ওসমান গনি সহ আবুল হোসেন, বাসেদ, জাকির হোসেনগংরা অতর্কিত হামলা চালিয়ে কবির হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুরুতর আহত করে তার গোয়ালে থাকা দুটি গরু নিয়ে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ সুত্রে জানাযায়। এ ছাড়া মেম্বার ওসমান গনির বিরুদ্ধে বয়াস্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাৎ করার ব্যাপক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
Leave a Reply