পটুয়াখালীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের থানাপাড়া এলাকা থেকে ঝটিকা মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ ত্রাণ-বিষয়ক সম্পাদক আদনান হাবিব খান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আমিনুর রহমান সিফাত খান।
মিছিলটি শহরের পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে শেষ হয়। সেখানে মিছিলকারীরা প্রধান উপদেষ্টার ছবিতে আগুন ধরিয়ে দেয়। এ বিষয়ে পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মাহমুদ বলেন, “মিছিলকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এদিকে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সরকারি কলেজের সামনে থেকে শুরু শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর থানার সামনে অবস্থান নেয়। সেখানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্রলীগের ক্যাডারদের অনতিবলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে শ্লোগান দিয়ে থানার সামনের রাস্তা বন্ধ করে দেয়। ওসি ইমতিয়াজ আহমেদ এসে ছাত্রলীগের ক্যাডারদের অবিলম্বে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১