ময়মনসিংহের ভালুকায় পরিত্যক্ত লাভনী শুটিং স্পট থেকে কৃষক দল নেতার ছেলে সাবাব সরকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সাবাবের লাশ পরিত্যক্ত লাভনী শুটিং স্পটের একটি বিদ্যুতের খুঁটির নিচে পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবাব সরকার (২৫) উপজেলার হাবিরবাড়ির জীবনতলা গ্রামের বাসিন্দা ও উপজেলা কৃষক দলের সদস্য হাফিজ উদ্দিন সরকারের ছেলে। তিনি পেশায় বিদ্যুৎ মিস্ত্রি, ড্রাম-ট্রাকচালক ছিলেন।
সোমবার বিকালে বিদ্যুতের অবশিষ্ট কাজ করে বকেয়া টাকা নেওয়ার জন্য সাবাব সরকারের মোবাইল ফোনে বলা হয়। এরপর বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। রাতে সাবাব আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে সাবাবের লাশ পরিত্যক্ত লাভনী শুটিং স্পটের একটি বিদ্যুতের খুঁটির নিচে পড়ে থাকতে দেখে তার চাচা সালাহ উদ্দিন সরকার পুলিশে খবর দেন। লাশের মুখে রক্তের ছাপ রয়েছে, তার হাত এবং আঙুলে পোড়া দাগ রয়েছে।
নিহতের বাবা হাফিজ উদ্দিন জানান, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাবাবের সঙ্গে টাকা নিয়ে এক ড্রাম-ট্রাকের মালিক ও মোবাইল সেট কেনা নিয়ে তার এক বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব ছিল।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর জানান, লাশটি ১১ হাজার ভোল্টেজ লাইনের নিচ থেকে উদ্ধার করা হয়। নিহতের মুখে রক্তের দাগ এবং হাতে পোড়া দাগ রয়েছে। এটা হত্যা না দুর্ঘটনাজনিত মৃত্যু; এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ বলা যাবে।
Leave a Reply