1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
Title :
পাকিস্তানি হাইকমিশনে ভাঙচুর যুক্তরাজ্যে ভারতীয়র বিরুদ্ধে অভিযোগ দায়ের শ্রীপুরে পাল্টে গেছে ভূমি অফিসের সেবার মান, বেড়েছে রাজস্ব আয় প্রকল্পের কাজে দুর্নীতি : ৩৬ এলজিইডি অফিসে একযোগে দুদকের অভিযান ইন্ডাস্ট্রিতে সবাই খুনি, বিস্ফোরক অভিযোগে বলিউড ছাড়ছেন অভিনেত্রী মারধরের নালিশ করায় সাংবাদিকের ভাইকে কুপিয়ে জখম বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না : হাইকোর্ট দুদকের দুই মামলায় দণ্ড আদালতে আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই মোহাম্মদপুরে এক মাসের ব্যবধানে একই ব্যবসায়ীর বাসায় ফের গুলি বৈভবের এত রেকর্ডের কতটা জানেন আপনি? পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার ভারতের

পাকিস্তানি হাইকমিশনে ভাঙচুর যুক্তরাজ্যে ভারতীয়র বিরুদ্ধে অভিযোগ দায়ের

  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

যুক্তরাজ্যে পাকিস্তানের দূতাবাস ভাঙচুরে উসকানি ও সংশ্লিষ্টতার অভিযোগে অঙ্কিত লাভ (৪১) নামের এক ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

রোববার তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে লন্ডনের কিংস্টন অ্যান্ড চেলসিয়া এলাকার লওন্ডেস স্কয়্যারে অবস্থিত পাকিস্তানি হাইকমিশনের একাধিক জানালা ভাঙচুর করা হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, এই হামলা চালিয়েছিলেন অঙ্কিত এবং তিনি একাই ছিলেন।

প্রাথমিক অনুসন্ধানে আরও জানা গেছে, ৪১ বছর বয়সী অঙ্কিত লাভের জন্ম ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে। নিজেকে সুরকার ও সঙ্গীতশিল্পী হিসেবে পরিচয় দেওয়া অঙ্কিতের কোনো স্থায়ী ঠিকানা নেই। ২০১৫ সালে তিনি নিজেকে জম্মু ও কাশ্মিরের ডোগরা রাজবংশের উত্তরাধিকারী এবং জম্মু-কাশ্মির ন্যাশনাল প্যান্থার্স পার্টির সাবেক প্রেসিডেন্ট ভীম সিং-এর পুত্র হিসেবে ঘোষণা করেন। জম্মু-কাশ্মির ন্যাশনাল প্যান্থার্স পার্টি মূলত একটি ধর্মনিরপেক্ষ ও বামঘেঁষা রাজনৈতিক দল।

২০১৬ সালে মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। সেজন্য ‘ওয়ান লাভ পার্টি’ নামের একটি রাজনৈতিক দলও গঠন করেছিলেন। কিন্তু নির্বাচনে তিনি শোচনীয়ভাবে পরাজিত হন এবং তার সেই রাজনৈতিক দলটিও বর্তমানে অস্তিত্বহীন।

অঙ্কিত লাভকে গ্রেপ্তারে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে বলে জানানো হয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশের বিবৃতিতে।

প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে গত শুক্রবার লন্ডনের হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন প্রায় ৩০০ ভারতীয়। বিক্ষোভ থেকে ২ জনকে গ্রেপ্তারও করে পুলিশ।

সেই বিক্ষোভের দু’দিন পর রোববার এই ঘটনা ঘটান অঙ্কিত লাভ।

সূত্র : জিও নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট