বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১২ বগুড়ার সদস্যরা গতকাল রোববার রাতে কাহালু উপজেলা মুরইল ইউনিয়নের শীতলাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এরপর আজ সোমবার (১১ নভেম্বর) দুপুরে বগুড়া সদর থানায় তাকে সোপর্দ করা হয় এবং বিকেলে বগুড়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
রোববার (১০ নভেম্বর) রাতে উপজেলা মুরইল ইউনিয়নের শীতলাই এলাকা থেকে আব্দুল মান্নানকে আটক র্যাব করে। পরে দুপুরে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনুদ্দিন জানান, র্যাব তাকে সদর থানায় সোপর্দ করার পর বগুড়ার একটি নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১