বিশ্বকাপে জায়গা করে নিতে শেষ দুই ম্যাচে দরকার এক জয়। সমীকরণ যখন এমন, তখনই ওয়েস্ট ইন্ডিজের নারী দলের কাছে হোঁচট খেয়ে বসে বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে ম্যাচটাই এখন বাংলাদেশের বিশ্বকাপে নেয়ার বড় সুযোগ। এমন এক ডু অর ডাই ম্যাচে এসেও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর অবস্থায় নেই নিগার সুলতানার দল।
ব্যাট হাতে ব্যর্থতার গল্পটা লিখেছিলেন। দলীয় ২০০ রানও করা হয়নি টাইগ্রেসদের। সেটারই যেন পূর্ণতা দেয়ার প্রচেষ্টায় বোলিং এবং ফিল্ডিং ইউনিট। একের পর এক ক্যাচ ছেড়েছেন ফিল্ডাররা। বোলাররাও পারছেন না প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে। বাংলাদেশের হতাশা বাড়িয়ে এই মুহূর্তে জয়ের কক্ষপথেই আছে পাকিস্তান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে ১০৭ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ২৭ ওভার থেকে তাদের দরকার ৭২ রান। হাতে আছে ৮ উইকেট।
১৭৯ রানের টার্গেট। তবে পাকিস্তানকে শুরুতেই অস্বস্তিতে ফেলে দেন বাংলাদেশের পেসার মারুফা। ইনিংসের দ্বিতীয় বলেই সাওয়াল জুলফিকারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এরপর আর কোনোভাবেই ম্যাচে নিজেদের প্রমাণ করতে পারেনি বোলিং ইউনিট। দ্বিতীয় উইকেটে সিদরা আমিন এবং মুনিবা আলী মিলে যোগ করেছেন ৮০ রান।
বাংলাদেশ অধিনায়ক জ্যোতি ব্যবহার করেছেন ৬ বোলার। তবে সাফল্য আসতে সময় লেগেছে ১৭ ওভার পর্যন্ত। পানি বিরতির পর প্রথম বলেই রাবেয়া খানের বলে সুইপ করতে গিয়ে দিলারার হাতে ক্যাচ দেন সিদরা।
এই মুহূর্তে ক্রিজে আছেন ৪৬ রান করা মুনিবা আলী এবং ১৫ রান করা আলিয়া রিয়াজ।
Leave a Reply