মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে রাতের আঁধারে ডাকাতের হামলায় খাইরুল ইসলাম (৩৪) নামের একজন বালু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) রাত ১০টার সময় তেরাইল পশ্চিম পাড়ার নতুন ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।
আহত খাইরুল ইসলাম তেরাইল গ্রামের পশ্চিম পাড়ার মৃত বিছার উদ্দিনের ছেলে। এসময় স্থানীয়রা ডাকাত দলের সদস্য মো. সরোয়ার হোসেনকে (৩৪) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তিনি বরগুনা জেলার তালতলা থানার কড়াইবাড়িয়া গ্রামের মো. হারুন-আর-রশিদের ছেলে।
স্থানীয়রা জানান, নতুন ব্রিজের ওপর হঠাৎ চিৎকারের শব্দ শুনতে পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে খাইরুল ও ডাকাত দলের একজন সদস্যকে দেখতে পাই। তখন খাইরুল এক ডাকাত সদস্যকে জড়িয়ে ধরেছিল এবং অন্য সদস্যরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
এসময় ডাকাত সদস্য খাইরুলের কোমরে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে আমরা খাইরুলকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।
স্থানীয়রা আরও বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ডাকাত ও ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করে নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সরোয়ার হোসেন নামের একজনকে আটক করে। সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। এই চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১