নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে ক্রমেই মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। সংগঠন, সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য নেতৃত্ব রয়েছে জামায়াতে ইসলামীর। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে মানুষ জামায়াতে ইসলামীর উপর আস্থাশীল।
শুক্রবার (২২ নভেম্বর) আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ২০২৫-২৬ সময়ের মজলিসে শুরার প্রথম অধিবেশনে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশের রাজনীতির রাজধানী ঢাকা মহানগরী দক্ষিণ। ঢাকা মহানগরী দক্ষিণের যে কোনো পর্যায়ের দায়িত্বশীল সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ। ইসলামি আন্দোলন বাংলাদেশে বর্তমানে যে পর্যায়ে উপনীত হয়েছে, মানুষ এখন জামায়াতে ইসলামীকে নিয়ে পজিটিভ আলোচনা করছে। সাধারণ মানুষ মনে করে, সব দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ।
তিনি বলেন, কেউ কেউ গত ৫ আগস্ট থেকে নিজেরা ক্ষমতায় আছেন বলে মনে করেন। তাদের চিন্তা-চেতনা এমন, ক্ষমতায় হয় তোমরা না হয় আমরা, আর কেউ এ দেশ পরিচালনা করতে পারবে না। কিন্তু দিন যত যাচ্ছে মানুষের আস্থা ততই তাদের প্রতি কমছে। কারণ তাদের সাংগঠনিক কর্মকাণ্ডে মানুষ বিরক্ত।
উপস্থিত মজলিসে শুরার সদস্যদের উদ্দেশ্যে রফিকুল ইসলাম খান বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা পেতে হলে ত্যাগ স্বীকার করতে হবে। এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না।
এসময় তিনি জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এ টি এম আজহারুল ইসলামসহ সব রাজনৈতিক নেতার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রতাহারের আহ্বান জানান। একই সঙ্গে বন্দিদের মুক্তি দাবি করেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। মজলিসে শুরার প্রথম পর্যায়ে নির্বাচিত ২০৬ জন সদস্যকে (নারী-পুরুষ পৃথকভাবে) শপথ পাঠ করানো হয়। পরে নির্বাচিত ৪১ জনের শপথ শেষে ২০২৫-২৬ সেশনের কর্মপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। এরপর নব-নির্বাচিত নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ শপথ গ্রহণ করেন। এছাড়াও সহকারী সেক্রেটারি হিসেবে মুহাম্মদ দেলোয়ার হোসাইন সাঈদী, মোহাম্মদ কামাল হোসেন, ড. আবদুল মান্নান ও শামসুর রহমান শপথ পাঠ করেন। ঢাকা মহানগরী দক্ষিণের সব দায়িত্বশীল নেতাকে শপথ পাঠ করান মো. নূরুল ইসলাম বুলবুল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১