ভোলার চরফ্যাশনে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে জেলার অভ্যন্তরীণ ৫টি রুটে অনির্দিষ্টকালের জন্য জেলা বাস শ্রমিকদের ধর্মঘট চলছে। এতে দুর্ভোগে পড়েছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে জেলা শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, বাস শ্রমিকরা ওই এলাকায় অবস্থান নিয়ে সব রুটে বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করছেন। একই সঙ্গে সকাল পৌনে ৯টার দিকে চরফ্যাশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৩টি যাত্রীবাহী বাস আটক করে বাসস্ট্যান্ডের অভ্যন্তরে ঢুকিয়ে রাখেন। প্রায় আধাঘণ্টা পর আটককৃত ৩টি বাস ছেড়ে দেন বাস শ্রমিকরা। এছাড়া গতকাল রোববার রাতে চরফ্যাশন থেকে ছেড়ে আসা ৯টি অটোরিকশা আটক করেন তারা।
এদিকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড দিয়ে জেলার অন্যান্য উপজেলায় চলাচলকারী বাসের যাত্রীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে। একদিকে দ্বিগুণ ভাড়া, অন্যদিকে বেশি সময় লাগছে। এ দুইয়ে মিলে দুর্ভোগ বেড়েছে বহু গুণে।
ভোলার দৌলতখান উপজেলার মো. কামাল, বোরহানউদ্দিন উপজেলার শিক্ষার্থী মেহেদী ও চরফ্যাশন উপজেলার শাহাবুদ্দিন। তারা সবাই বাসস্ট্যান্ড এসেছেন স্ব-স্ব গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে, বাসস্ট্যান্ডে এসে বাস ধর্মঘট দেখে বিপাকে পড়েছেন। তারা বলেন, আমরা আগে জানতাম না বাস ধর্মঘট চলছে, এখানে এসে জানতে পেরেছি। এখন বিকল্প যানবাহনে চড়ে গন্তব্য যাব, চালকরা দ্বিগুণ ভাড়া চাচ্ছেন। কিছু করার নেই, বাধ্য হয়ে যেতে হবে।
এ বিষয়ে জেলা বাস শ্রমিক ইউনিয়নর সভাপতি মো. মিজানুর রহমান অভিযোগ করে বলেন, গতকাল বিকেলে চরফ্যাশনে অটোরিকশা চালকরা অতর্কিতভাবে বাস শ্রমিকদের ওপর হামলা চালিয়েছেন। এতে আমাদের বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। কিছুদিন পর পরই তারা বাস শ্রমিকদের ওপর হামলায় লিপ্ত হয়। বাস শ্রমিকদের ওপর হামলার বিচারসহ ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ করা না হলে বাস ধর্মঘট চলবে বলেও জানান তিনি।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের বাস ডিপো কর্মকর্তা অসীম দত্ত সকালে ঢাকা পোস্টকে বলেন, বাস শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করলে বাস চলাচল স্বাভাবিক হবে।
তবে সকালে অটোরিকশাচালক ও মালিক সমিতির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে যাত্রী দুর্ভোগ লাগবে অতিদ্রুত বাস ধর্মঘট প্রত্যাহার করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভোলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী যাত্রীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১