নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ সংশোধনের লক্ষ্যে মানবাধিকার কমিশন কর্তৃক প্রস্তাবনা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠানো হয়েছে। গত ১ অক্টোবর অনুষ্ঠিত কমিশনের ১১১তম কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে আজ মঙ্গলবার (১২ নভেম্বর) কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে
জাতীয় মানবাধিকার কমিশন সূত্রে জানা গেছে, শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সরাসরি তদন্ত করার এখতিয়ার প্রাপ্তির লক্ষ্যে আইনের ১৮ ধারা বিলুপ্তি, ৭ (১) ধারাতে কমিশনের চেয়ারপারসন ও কমিশনারদের নিয়োগের জন্য বাছাই কমিটি ৭ সদস্যের স্থলে ৯ সদস্য সমন্বয়ে গঠন, এ ক্ষেত্রে বাংলাদেশের প্রধান বিচারপতি কর্তৃক মনোনিত হাইকোর্ট বিভাগের একজন বিচারক এবং সুশীল সমাজের একজন প্রতিনিধি যিনি স্পিকার কর্তৃক মনোনীত হবেন এমন দুজন সদস্যকেও বাছাই কমিটিতে রাখার বিষয়ে সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া, কমিশনের সমন জারির পরও যদি কোনো ব্যক্তি কমিশনের সম্মুখে হাজির না হয়, তাহলে সেই ব্যক্তিকে কমিশনের সম্মুখে হাজির করার লক্ষ্যে কমিশন জামিনযোগ্য সাক্ষীর গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার ক্ষমতাসহ বেশ কিছু প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে।
Leave a Reply