শনিবার (১ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ শিল্পকলা একাডেমীতে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শরিফ এসএস পাইপ ইন্ডাস্ট্রি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার আব্দুল মুন্নাফ।
এ সময়, শরিফ এসএস পাইপ ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান কাজিম উদ্দিন ব্যপারী, মানিকগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হামিদুর রশিদ কাজল, সরকারি পায়রা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাব-রেজিস্ট্রার মো. নাজমুল হাসান, নোয়াব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নোয়াব আলী, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মো. বাবুল সরদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দারুল আজহার মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাহবুব ইসলাম, নিউ ভিশন চক্ষু হাসপাতালের চেয়ারম্যান মো. আবু রায়হান আলবেরুনী, জেলার বিশিষ্ট ব্যবসায়ী কোহিনুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রম, ঘাম এবং মেধায় প্রতিষ্ঠানটি দিন দিন সাফল্যের দিকে যাচ্ছে এর কৃতিত্ব সংশ্লিষ্ট ডিলার এবং প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের। আগামী দিনে প্রতিষ্ঠানটি সমৃদ্ধির ধারা বজায় রাখতে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর শরিফুল ইসলাম
Leave a Reply