বিজ্ঞাপন
রাজধানীর মিরপুরের রূপনগরে কফিল উদ্দিন নামে এক ঠিকাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে তাকে মারধরের ঘটনায় এক বিএনপি নেতা সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাজধানীর রূপনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ওই বিএনপি নেতার নাম ইউসুফ মাতবর। তিনি মিরপুরের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ও রূপনগর থানা বিএনপির সদস্য।
মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রূপনগর আবাসিক এলাকার ১৪ নম্বর রোডের একটি বাড়িতে দুপুর বেলায় পাইলিংয়ের কাজ করার সময় মামলার আসামিরা কফিল উদ্দিনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করার হুমকি দিয়ে চলে যান তারা। এক পর্যায়ে ওই দিন সন্ধ্যায় পাইলিংয়ের কাজ বন্ধ করে দিতে চাইলে এই কাজে বাধা দেন কফিল উদ্দিন। এ সময় তাকে পিটিয়ে জখম করা হয়। তাকে বাঁচাতে ওই প্রজেক্টের নির্মান শ্রমিকরা এগিয়ে আসলে তাদেরও মারপিট করে ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় আসামিরা।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাম্মেল বলেন, এক ঠিকাদারের কাছে চাঁদাবাজির ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যরাও যেকোন সময় গ্রেফতার হবে।
Leave a Reply