বিনোদন ডেস্কঃ ২০২৩ সালের দুর্গাপূজার সময়ে শেষ হয়েছিল কলকাতার সিনেমা ‘সুকন্যা’র শুটিং। ছবিতে বিরোধী নেত্রী থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে ওঠায় মমতা ব্যানার্জির যাত্রাপথ দেখানো হয়েছে। সম্পাদনা, ডাবিং ও অন্যান্য কাজ শেষ করে গত ৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল এটির।
ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন রুপালি পর্দায়! শুক্রবার মুক্তি পেল মমতার ‘কন্যাশ্রী’ নিয়ে নির্মিত ছবি ‘সুকন্যা’। ছবিটির পরিচালনা করেছেন উজ্জ্বল মিত্র ও প্রযোজনা সমীর মণ্ডলের। ছবির গল্পে উঠে আসবে, মমতার বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার কাহিনি।
এই ছবিতে মমতা ব্যানার্জির চরিত্রে অভিনয় করেছেন কনীনিকা ব্যানার্জি। এছাড়াও অভিনয় করেছেন খরাজ মুখার্জি, দেবশঙ্কর নাগের মতো তারকারা। ছবিতে দেখা যাবে রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। এমনকি একটি চরিত্রে দেখা যাবে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকেও।
এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রযোজক সমীর বলেন, ‘বাণিজ্যিক কারণে সেই সময়ে ছবি মুক্তির ঝুঁকি নেওয়া সম্ভব ছিল না। কারণ, পরিস্থিতি অন্য রকম ছিল।’
এদিকে ছবির পরিচালক উজ্জ্বল বলেন, ‘নারীদের অধিকার এবং নারী ক্ষমতায়নের বিষয় তুলে ধরা হয়েছে ছবিতে। অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পকে জোর দেওয়া হয়েছে।’
গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-হত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটে। এতে উত্তাল হয়ে ওঠে পুরো ওপার বাংলা। রাস্তায় নেমে পড়ে সাধারণ মানুষ। সব মিলিয়ে পরিস্থিতি শাসক দলের প্রতিকূলে যায়, ফলে সেই বিবেচনায় মুক্তি পায়নি চলচ্চিত্রটি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১