লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় শাকিল আহম্মেদ নামে এক ছাত্রলীগের কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।
গ্রেপ্তার শাকিল আহম্মেদ কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কবিবাড়ি এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি কাকিনা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ও সম্পাদক পদ প্রত্যাশী ছিলেন।
পুলিশ সূত্রে জানাযায়, রংপুর মেট্রোপলিটনের একটি থানার একটি হত্যা মামলায় ২৫ নাম্বার এজাহার নামীয় আসামি শাকিল আহমেদ।
লালমনিরহাট গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিরুল ইমলাম বলেন, রংপুর মেট্রোপলিটনের একটি থানার একটি হত্যা মামলায় এজাহার নামীয় আসামী শাকিল আহম্মেদ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কাকিনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১