1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
Title :
সিট ৪৬০, ঢোকানো হয়েছে সাড়ে ৬০০’র বেশি দর্শক—ক্ষুব্ধ বরবাদ প্রযোজক রাতে ঘরে মিলল স্ত্রীর মরদেহ, দুপুরে স্বামীর মা নিজেই বঁটি দিয়ে দুই সন্তানকে হত্যা করেছেন : পুলিশ বিসিবিতে দুদকের সেই অভিযান নিয়ে যা বললেন ফারুক ‘ঋতুস্রাবের যন্ত্রণা সহ্য করলে পারমাণবিক যুদ্ধ বাঁধাতেন পুরুষরা’ স্বরাষ্ট্র উপদেষ্টা মিথ্যা মামলায় হয়রানি না করার নির্দেশ পুলিশকে দেওয়া আছে ‘ওয়ারেন্টি দিচ্ছি, দেশের মানুষ নিরাপত্তা ও সম্মান নিয়ে বাঁচবে’ ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট নিকারাগুয়ায় বিরোধীদের দমন-পীড়ন ২৫০ জনের বেশি সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশকে হতাশ করে জয়ের দিকে এগুচ্ছে পাকিস্তান

মুভি-ভিডিও দেখে খেলনা পিস্তল দিয়ে ডাকাতির পরিকল্পনা

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

বিজ্ঞাপন

দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় অবস্থিত রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতি চেষ্টার ঘটনাটি ছিল ‘কিশোর অ্যাডভেঞ্চার’। এ ঘটনায় যে তিনজন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন তাদের দুজনের বয়স ১৬, একজনের বয়স ২২

তিনটি খেলনা পিস্তল দিয়ে তারা ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল। ব্যাংক ডাকাতি করতে তারা বিভিন্ন মুভি ও অনলাইনে ভিডিও দেখে। বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানায় এক ব্রিফে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মুঈদ। তিনি বলেন, ব্যাংক ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি সংস্থা যেভাবে কার্যক্রম চালিয়েছে তা অভূতপূর্ব। ওদের সঙ্গে মোবাইলে আমরা দফায় দফায় কথা বলেছি। একপর্যায়ে আইজি স্যারও ওদের সঙ্গে কথা বলে আত্মসমর্পণের আহবান জানান। এরপর ওরা ব্যাংক থেকে বেরিয়ে আত্মসমর্পণ করে।

তিনি বলেন, ওদের দাবি ছিল- একজন কিডনি রোগীকে সাহায্য করার জন্য ওদের ১৫ লাখ টাকা ও নিরাপদে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা ওদের কথায় রাজি হই। আমরা ওদের অস্ত্র জমা দিতে বলি। একপর্যায়ে ওরাও রাজি হয়। অস্ত্র জমা দেয়। ৩টি পিস্তল (খেলনা পিস্তল) ও দুটি ছুরি। এরপর ব্যাগে ১৫ লাখ টাকা ও তিনজন প্যান্টের পকেটে ৩ লাখ টাকা নিয়ে বেরিয়ে আসে।

বিজ্ঞাপন

আত্মসমর্পণ করা যুবকরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমুরিয়া গ্রামের মো. কবির মোল্লার ছেলে মো. লিয়ন মোল্লা নিরব (২২)। তিনি পেশায় গাড়িচালক। তিনি বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকায় থাকেন। অপর দুই কিশোর- দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকার কামাল পারভেজের ছেলে মো. আরাফাত (১৬) ও দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকার আব্দুল্লাহর ছেলে মো. সিফাত (১৬)। এদের মধ্যে আরাফাত লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র ও সিফাত জিয়ানগরের তাবিয়াতুল উম্মাহ মাদ্রাসার ছাত্র (পাঁচ পারা হাফেজ)।

পুলিশ সুপার আরও জানান, ডাকাতির আগে তারা বেশ কিছু মুভি দেখে। এরপর তারা পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সবাই প্রায় একই রকম ড্রেস পরিধান করে ব্যাংকে ঢুকে। এ সময় ওদের মাথায় ক্যাপ ও মুখে মাস্ক ছিল।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, দুপুর দেড়টার দিকে ওই ৩ কিশোর ব্যাংকে ঢুকে কেঁচি গেট নিজেরাই ভেতর থেকে বন্ধ করে দেয়। এ সময় ব্যাংকের কোনো গার্ড গেটে ছিলেন না। ব্যাংকে ৬ জন গ্রাহক ও ৮ জন স্টাফ ছিলেন। তারা ভেতরে ঢুকেই একজন গ্রাহকের মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। বাকিদের নিজ নিজ জায়গায় চুপচাপ বসে থাকতে বলে। এভাবে তারা ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। তবে ওরা ব্যাংকে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই বিষয়টি এলাকাবাসী জেনে যান। মাইকে ব্যাংক ডাকাতির বিষয়টি প্রচার করা হলে ঘটনাস্থলে শত শত জনতা এসে ব্যাংক ঘিরে ফেলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক ঘণ্টা নেগোসিয়েশনের পর তারা আত্মসমর্পণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট