পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মো. বাবুল বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বাবুল বিশ্বাসের ঘুষ নেওয়ার একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে।
ভিডিওতে দেখা যায়, বাবুল বিশ্বাস জমির নামজারি (মিউটেশন) করতে আসা এক ব্যক্তির কাছ থেকে ১২ হাজার টাকা এবং দলিলের নকল উঠানোর জন্য ৩ হাজার টাকা দাবি করছেন। তিনি ওই ব্যক্তির কাছ থেকে নগদ ২ হাজার টাকা গ্রহণ করেন এবং বাকি টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলেন। এ সময় ওই অফিস সহকারী সুবিধাভোগীকে বলেন- ‘আপনার কোনো চিন্তা নেই, কিছু করতে হবে না। সবকিছু আমি করে দেব। দলিল উত্তোলন করতে তিন হাজার এবং মিউটেশনের জন্য ১২ হাজার টাকা দেবেন। যত তাড়াতাড়ি টাকা দেবেন তত তাড়াতাড়ি কাজ হবে।
তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে কনকদিয়া ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক বাবুল বিশ্বাস বলেন, আমি ঘুষ গ্রহণ করিনি। সই মোহর, পর্চা ও পুরোনো দলিল পটুয়াখালী থেকে এনে দেই, সেজন্য ওই টাকা নিয়েছিলাম।
বাউফলের সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু বলেন, নামজারি বা মিউটেশনের কাজ অফিসে করা হয় না। বাইরে থেকে আবেদন করে পরবর্তী কাজের জন্য অফিসে যেতে হয়। এটি অফিস সহায়কের কাজও না। অফিস সহায়ক (বাবুল বিশ্বাস) কেনো এই কাজ করেছে, সেটি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply