রাজু আহমেদঃ
রাজধানীর যাত্রাবাড়ি ডেমরায় সড়কের দুপাশ দখল করে অবৈধ লেগুনা স্ট্যান্ড স্থাপন করে প্রকাশ্যে ব্যাপক চাঁদাবাজি চলছে। অবৈধ লেগুনা স্টান্ড হওয়ায় যাত্রাবাড়ি ব্যাপক জানযটের সৃষ্টি হয়। ট্রফির পুলিশ ও থানা পুলিশ প্রশাসনের প্রতাক্ষ ও পরোক্ষ মদদে স্থানীয় মোঃ বাচ্চু খন্দকারের নেতৃত্বে চাঁদাবাজরা বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চিহ্নিত চাঁদাবাজদের প্রশাসনে অবাধ চলাচল থাকায় তাদের বিরুদ্ধে কেউ পদক্ষেপ নেওয়া বা কথা বলার সাহস পায় না।
সরেজমিন দেখা গেছে, যাত্রবাড়ি চৌরাস্তা মোড় ও ডেমরার গুরুত্বপূর্ণ পয়েন্ট স্টাফ কোয়ার্টার এলাকায় ডেমরা- যাত্রাবাড়ী সড়কের দুপাশ দখল করে দেড় শতাধিক লেগুনা অবাধে চলাচল করে। অবৈধ ভাবে স্টেশন স্থাপন করার কারনে দিনরাত যানযট লেগেই থাকে। যাত্রাবাড়ী চাঁদাবাজ চক্রের মুল হোতা হচ্ছে দেলোয়ার হোসেন দেলুর নেতৃত্বে মোঃ শুক্কুর ৪৮ নং ওয়ার্ল্ড, মোঃ রুপচান ৬৩ নং ওয়ার্ল্ড মোঃ নাসিম ৬৩ নং ওয়ার্ল্ড, মোঃ শহিদ ওরফে মোটা শহিদ ৬৩ নং ওয়ার্ল্ড মোঃ আমিনুল ৩৫ নং ওয়ার্ল্ড মোঃ নাসির ফল ব্যবসায়ি ছানি ৫০ নাং ওয়ার্ল্ড মোঃ করিম ৬৩ নং ওয়ার্ল্ড দেলোয়ার, খন্দকার বাচ্চু মিয়াগং রা প্রতিদিন লেগুনা প্রতি ৫০/১০০ টাকা চাঁদা আদায় করতেছে বলে লেগুনা চালক ও প্রতাক্ষ দর্শিরা জানায়।
উক্ত চাঁদাবাজদের যাত্রাবাড়ী থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ একটা বিক্ষোভ মিছিল করলেও চাঁদাবাজরা প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে। চাঁদাবাজি বিরুদ্ধে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল করার সত্ত্বেও চাঁদাবাজের বিরুদ্ধে প্রশাসন তেমন কোন পদক্ষেপ নিছে বলে জানা যায়নি।(বিস্তারিত আগামী সংখ্যায়)
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১