গাজা যুদ্ধবিরতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা। তিনি জানিয়েছেন, বন্দি বিনিময় চুক্তির অংশ হিসাবে হামাস প্রথম দিনে তিনজন ইসরাইলি বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, এই তিন বন্দিকে স্থানীয় সময় বিকাল ৪টার পরে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। এছাড়া আরও চারজন জীবিত নারী জিম্মিকে সাত দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
গাজায় দখলদার ইসরাইল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি রোববার স্থানীয় সময় দুপুর ১টায় কার্যকর হয়েছে। এই যুদ্ধবিরতি কয়েক মাসের তীব্র সহিংসতা এবং বর্বর ইসরাইলি বাহিনীর দ্বারা সংঘটিত গণহত্যা থামানোর লক্ষ্যে কার্যকরা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১