প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৪, ৩:৫৪ এ.এম
‘যে বলে কেন প্রেমে পড়েছি জানি না, ওরা মিথ্যা বলে’
প্রেম এক ইচ্ছাকৃত মানসিক ব্যাধি
যাতে আক্রান্ত হবার পর মানুষ আর মানুষ থাকে না।
কখনো হয়ে যায় সে বুনো ঘাসফুল,
পছন্দের মানুষটা হয়তো তুলে সযত্নে খোঁপায় পড়ে নেয়
কিংবা মাড়িয়ে যায়, আর দশটা ফুলের মতই।
কখনো কোকিল হয়ে গান ধরে সে,
পরের বাসায় চুপিসারে যাওয়া আসা করে
নিজের শেষ অস্তিত্বটুকু মুছে যাওয়ার ভয়ে।
প্রেমে পড়লে মানুষ হয় সন্ধ্যাবাতি,
যে আলোর জন্য সবার অপেক্ষা, সে আলো নিভে
যাবার দোয়ায়, তাসবীহ্ গুনে দিন পার করে।
মানুষ সত্যিই মানুষ থাকে না,
গাধা নামক যে প্রাণীর নামে নিজেই বকতো আগে
ইদানিং নিজেকে গাধা ভাবতেও তার আর গায়ে লাগে না।
প্রেমে পড়লে মানুষ কল্পনায় তলিয়ে যায়,
অন্যের প্রতি বাড়ে তীব্র আকর্ষণ, সম্পর্ক গড়ে তোলায়
ঠিক-বেঠিকের খাতায় পরে টান, ছিঁড়ে যায় পৃষ্ঠা।
প্রেম এক ইচ্ছাকৃত মানসিক ব্যাধি,
যে বলে কেন প্রেমে পড়েছি জানি না, ওরা মিথ্যা বলে।
ওরা চরম মিথ্যা বলে!!
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত