নরসিংদীতে মাধবদীর বালুসাইরে নিজ ঘর থেকে এক নারীর মরদেহ ও বাবুরহাটের একটি ভবনের কার্নিশ থেকে ওই নারীর স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ। এর আগে গতকাল রাতে স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মাধবদীর বালুসাইর এলাকার মানসুরা বেগম (৩৮) ও তার স্বামী রাজু মিয়ার (৪২)।
স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে মানছুরা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে তার মাদকাসক্ত স্বামী রাজু মিয়া হত্যা করে পালিয়ে যান। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে রাতেই নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে শনিবার দুপুরে বাবুরহাট এলাকায় একটি বহুতল বভনের কার্নিশে আটকানো রশি গলায় পেঁচানো অবস্থায় পলাতক স্বামী রাজু মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মহিষাশুড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বালুসাইর গ্রাম থেকে মানছুরা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এর আগে ওই নারীর নিজ বসতঘরের দরজার তালা ভেঙে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বিছানায় পড়ে থাকা মরদেহ দেখতে পান তার স্বজনরা। ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর থেকেই পলাতক ছিলো স্বামী রাজু মিয়া। দুপুরে পলাতক ওই স্বামীর মরদেহ উদ্ধার করে শেখেরচর পুলিশ ফাঁড়ি।
মরদেহ দুটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে এবং বিস্তারিত তদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে বলেও জানান তিনি।
Leave a Reply