কোনো ধরনের অপ্রীতিকার ঘটনা ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক শিফটে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮২.৮২ শতাংশ। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারই প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে দেশের পাঁচটি বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনটি ইউনিটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ব্যবসায় শিক্ষা ও ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটভুক্ত ‘বি’ ইউনিটে মোট ৫৫৯টি আসন রয়েছে। বাণিজ্য শাখায় ৩৬৭টি, বিজ্ঞান শাখায় ১৬৬টি এবং মানবিক শাখায় রয়েছে ২৬টি আসন।
আসনগুলোর বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪৩৩ জন শিক্ষার্থী। আবেদনকারীদের মধ্যে মোট ৩৫ হাজার ১৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত হন। যা মোট পরীক্ষার্থীর ৮২ দশমিক ৮২ শতাংশ।
পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে রাবি কেন্দ্রে ১৩ হাজার ৬৩১ জন; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৫ হাজার ৭৩০ জন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৫৫৩ জন; খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ১০ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৫০৯ জন শিক্ষার্থী পরীক্ষা দেন।
এদিকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের প্রধান ফটকের সামনে বেলা সাড়ে ১১টায় ব্রিফিং করেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।
তিনি বলেন, এ বছরের ভর্তি পরীক্ষায় আমরা এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। আশা করছি, আগামী পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হবো। পরীক্ষায় কেউ যেন কোনো ধরনের প্রক্সি জালিয়াতি কিংবা অসদুপায় অবলম্বন করতে না পারে সেজন্য আমরা তৎপর আছি।
স্বস্তিতে পরীক্ষার্থী ও অভিভাবকেরা: এ বছর প্রথমবারের মতো দেশের পাঁচটি বিভাগীয় শহরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অভিভাবক ও পরীক্ষার্থীদের ভোগান্তি কমেছে।
অভিভাবকেরা বলেন, বিগত সময়গুলোতে রাজশাহীতে দূর-দূরান্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসতো। এতে আমরা রিকশা ভাড়ার দৌরাত্ম্য, হোটেল ও মেসগুলোতে ভাড়া বাণিজ্যের খবর পেতাম।
তবে এ বছরে আমরা সকাল বেলা রওনা দিয়ে এসে পরীক্ষা শেষ করে বাচ্চাদের নিয়ে আবার ফিরতে পারবো। এতে আমাদের ধারণার চেয়েও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১