রিমান্ড শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিক, সাবেক পুলিশ কর্মকর্তা আলেপ উদ্দিন ও সাবেক র্যাব কর্মকর্তা মহিউদ্দিন ফারুকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৭ ও ১৯ এ আদেশ দেন। তবে এদিন অভিযুক্তদের আদালতে হাজির করা হয়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী আনামুল করিম লিটন জানান, উত্তরা পূর্ব থানার বকুল মিয়া হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিলেন ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম।
অন্যদিকে, যাত্রাবাড়ী থানার একই মামলায় দুই দিনের রিমান্ডে ছিলেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ও র্যাব-২ এর সাবেক কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী। তাদের রিমান্ড শেষে আদালতে নিয়ে আসা হয়। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১