রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নিয়ে একদল চূড়ান্ত নোংরামি শুরু করেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক সালেহ হাসান নকীব তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, সবার অবগতির জন্য জানাচ্ছি, এইমাত্র একটি কর্পোরেট নম্বর থেকে ফোন করে আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হয়েছে। সাইবার সিকিউরিটি সম্পর্কে কিছু জানা থাকায় রক্ষা পেয়েছি। পুলিশকে জানিয়েছি। কোভিড ভ্যাক্সিন ডাটা আপডেট করতে হবে মর্মে রাজশাহী মেডিকেল কলেজের জনৈক ডাক্তার তৌহিদ পরিচয়ে কোনো এক অপদার্থ এই চেষ্টা করেছে। রুয়া নিয়ে একদল চূড়ান্ত নোংরামি শুরু করেছে। এটা এরই একটা অংশ বলে আমি আশঙ্কা করি। সবাইকে জানিয়ে রাখলাম। +8809638990828 নম্বর থেকে ফোন করা হয়েছিল।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে একটি কার্যনির্বাহী কমিটি গঠনের মধ্য দিয়ে রুয়ার যাত্রা শুরু হয়। পরবর্তীতে এই কমিটির মেয়াদ শেষ হলে এটি আর এগোতে পারেনি। এর কার্যক্রম স্থবির হয়ে যায়। সম্পতি রুয়াকে কার্যকর করতে উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৯ মে রুয়ার পুনর্মিলনী ও ১০ মে কার্যনিবাহী কমিটির নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন ঘিরে একটি পক্ষ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে।
Leave a Reply