কুমিল্লার বুড়িচং উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। এছাড়া আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার। তিনি জানান, মঙ্গলবার সকালে কালিকাপুর এলাকায় অবৈধ রেলক্রসিং দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পার হচ্ছিল। এসময় অটোরিকশাটিকে চাপা দেয় সুবর্ণা এক্সপ্রেস ট্রেন। এতে এই হতাহতের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি।
Leave a Reply