রফিকুল ইসলামঃ সাভরের আশুলিয়ার উত্তর নরসিংহপুর ডেকো গার্মেন্টসের শ্রমিকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা খবর পাওয়া গেছে।
সুত্রে জানাযায় সাভার উপজেলার আশুলিয়া থানাধীন উত্তর নরসিংহপুর এলাকায় ডেকো গার্মেন্টসের শ্রমিক মোঃ সিরাজুল ইসলাম পিতা সাহাদুল গ্রাম মাহাদীপুর ফুলবাড়িয়া দিনাজপুর গত রাত আনুমানিক নয়টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ওরনা বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সে আলায়শা টাওয়ার আব্দুর রহমানের বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া। সিরাজুল ইসলাম উপর নরসিংহপুর ডেকো গার্মেন্টসে ফিনিশিং সেকশনে কোয়ালিটি কন্ট্রোলার পদে চাকরি করত বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তার স্থির সঙ্গে কথা বলে জানাযায় সে কি কারণে আত্মহত্যা করেছে আমি জানি না। আমি ডেমনিয়ার গার্মেন্টসে অপারেটর হিসেবে চাকরি করি। আত্মহত্যা করার আগে আমাকে একটা ভিডিও পাঠায়। আমি অফিস থেকে দ্রুত এসে দেখি সে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। আমি চিৎকার করলে আশেপাশের ভাড়াটিয়ারা ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে থানায় মোবাইল ফোন করলে এস আই হারুনুর রশিদ এসে লাসের সুরতহাল প ইসলামঃ
সাভরের আশুলিয়ার উত্তর নরসিংহপুর ডেকো গার্মেন্টসের শ্রমিকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা খবর পাওয়া গেছে।
সুত্রে জানাযায় সাভার উপজেলার আশুলিয়া থানাধীন উত্তর নরসিংহপুর এলাকায় ডেকো গার্মেন্টসের শ্রমিক মোঃ সিরাজুল ইসলাম পিতা সাহাদুল গ্রাম মাহাদীপুর ফুলবাড়িয়া দিনাজপুর গত রাত আনুমানিক নয়টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ওরনা বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সে আলায়শা টাওয়ার আব্দুর রহমানের বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া। সিরাজুল ইসলাম উপর নরসিংহপুর ডেকো গার্মেন্টসে ফিনিশিং সেকশনে কোয়ালিটি কন্ট্রোলার পদে চাকরি করত বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তার স্থির সঙ্গে কথা বলে জানাযায় সে কি কারণে আত্মহত্যা করেছে আমি জানি না। আমি ডেমনিয়ার গার্মেন্টসে অপারেটর হিসেবে চাকরি করি। আত্মহত্যা করার আগে আমাকে একটা ভিডিও পাঠায়। আমি অফিস থেকে দ্রুত এসে দেখি সে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। আমি চিৎকার করলে আশেপাশের ভাড়াটিয়ারা ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে থানায় মোবাইল ফোন করলে এস আই হারুনুর রশিদ এসে লাসের সুরতহাল প্রতিবেদন করেন। এস আই হারুনুর রশিদ বলেন লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি ময়নাতদন্তের পর আত্মহত্যার প্রকৃত সত্যি জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য আশুলিয়া থানায় নিয়ে গেছে। তবে আত্মহত্যার প্রকৃত কারন জানা যয়নি।
Leave a Reply