জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সিলেটে। প্রথম টেস্টের আগে সিলেটের মাটিতে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন দুই দলের ক্রিকেটাররা। অনুশীলন নিয়ে সিলেটে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।
সিমন্স প্রশংসায় ভাসান প্রথম টেস্টের ভেন্যু সিলেটকে। টাইগার এই কোচ বলছিলেন, 'প্রথম থেকেই প্রস্তুতি দারুণ হচ্ছে। এখানে সুযোগ-সুবিধা দারুণ, স্বপ্নের মতো। যেভাবে চাইবেন সেভাবেই প্রস্তুতি নেওয়া যাচ্ছে। আমরা ভালোভাবেই প্রস্তুতি নিতে পারছি।'
সিমন্স আজ ৬২ বছর বয়সে পা রাখলেন। জন্মদিনের উপহার হিসেবে জয় উপহার চান তিনি। সিমন্স বলেন, 'এখন আর জন্মদিনের উপহার চাই না। তবে প্রথম টেস্ট জিতলে এটা ভালো একটা উপহার হয়ে যাবে।'
এ সময় সিমন্স জানান, আপাতত সিলেট টেস্টেই তার পূর্ণ মনোযোগ, হোয়াইটওয়াশ নিয়ে ভাবনা আপাতত। সিমন্স বলেন, 'হোয়াইটওয়াশ নিয়ে আমি ভাবছি না। আমি সামনের ম্যাচ ধরে ভেবে থাকি। প্রথম টেস্ট আগে জিতি, এরপর সিরিজ জয়ের কথাও ভাববো। প্রথম টেস্টের প্রথম দিনটা জিততে চাই। সিলেট পর্ব শেষ করে চট্টগ্রাম টেস্ট নিয়ে ভাববো।'
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১