ক্রীড়া ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে পারফরম্যান্স করে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে আফগানদের ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে শান্ত-মিরাজরা। তাই তৃতীয় ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচ।
সোমবার (১১ নভেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকেল সময় ৪টায়।
সবশেষ গত বছরের জুলাইয়ের আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর হঠাৎ করে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। শেষ ম্যাচে জয় পেলেও ততক্ষণে সিরিজ হাত ছাড়া হয়ে যায় টাইগারদের।
ঐ হারের আগ পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত রেকর্ড ছিলো টাইগারদের। নিজেদের পছন্দের ফরম্যাটে সিরিজ হেরে যাওয়ায় বাংলাদেশের ক্রিকেটে বাজে অধ্যায়ের সূচনা হয়। তাই এবার সিরিজ জিতে দেশে ফিরতে চান শান্ত-মিরাজরা।
এখনও পর্যন্ত ১৮টি ওয়ানডে ম্যাচে আফগানদের মুখোমুখি হয়েছে টাইগাররা। যেখানে ৭টি হারের বিপরীতে ১১টি জয় পেয়েছে বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১