পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মনির শেখ ও তার অনুসারীদের বিরুদ্ধে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরানকে (২৮) পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুরে জেলা স্টেডিয়ামের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত আল ইমরান জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুনের ছোট ভাই। জানা যায়, শুক্রবার দুপুরে জেলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। গেট থেকে ঢোকা নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মনির শেখের সাথে ছাত্রদল নেতা আল ইমরানের কথা কাটাকাটি হয়। এর জের ধরে মনির শেখ লোকজন নিয়ে স্টেডিয়ামের সমানে বসে আল ইমরানের উপর হামলার করে। এসময় লোহার পাইপ ও লাঠি দিয়ে পিটিয়ে আল ইমরানের এক হাত ভেঙে ফেলে ও গুরুতর আহত করে। পরে ছাত্রদলের নেতাকর্মীরা আল ইমরানকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে।
জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন বলেন, সামান্য কথা-কাটাকাটির জন্য মনির লোকজন নিয়ে এ হামলা করে। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান শাহীন বলেন, যারা হামলা করেছে তারা সন্ত্রাসী। সামান্য বিষয়ে অমানবিক ভাবে আল ইমরানকে পিটিয়ে আহত করেছে।অভিযোগের বিষয়ে কথা বলার জন্য জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠুকে একাধিক বার ফোন করলেও তিনি রিসিভ করেননি। এছাড়া অন্য কেউও এ বিষয় কথা বলতে রাজি হয়নি।পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান জানান, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১