রাজশাহীর আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে আরিফ (৩২) নামে এক মাদক মামলার আসামি পালিয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে তিনটার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজিরা শেষে পালিয়ে যান তিনি। মো. আরিফ নগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া ডাবতলা এলাকার জাকির হোসেনের ছেলে।
জানা গেছে, দুপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আরিফ আদালতে হাজিরা দেন। হাজিরা শেষে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান আসামিকে হাতকড়া পরা অবস্থায় মেট্রোকোর্ট হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এসময় আসামি আরিফ পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, ঘটনার পর থেকে আসামি আরফিকে খুঁজতে অভিযান পরিচালনা করছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া এ ঘটনায় কারও দায়িত্বে অবহেলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১