সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা চালিয়ে হত্যার অভিযোগে সাত মামলার আসামি আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলকে (৪৩) গ্ৰেফতার করেছে র্যাব। রোববার মুন্সীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। আর সোমবার তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
আপেল সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার নয়াবাড়ী-ভাটপাড়া মহল্লার মৃত শুকুর মুন্সির ছেলে। আগস্টের পটপরিবর্তনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, দীর্ঘ দেড় মাস ধরে অনুসরণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার রাতে মুন্সীগঞ্জের সদর থানার কেওয়ার লোহারপুল গাবতলা মসজিদ সংলগ্ন এলাকা থেকে আপেলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের ছত্রছায়ায় লেগুনার চালক থেকে আপেল মাহমুদ হয়ে ওঠেন মূর্তিমান আতঙ্ক। অপকর্মের ফিরিস্তি তুলে ধরায় তার হাতে হেনস্থার শিকার হন স্থানীয় গণমাধ্যমকর্মীরাও। এ ছাড়া সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিরুদ্ধে সশস্ত্র ক্যাডারদের নিয়ে অংশ নেন তিনি। তার বিরুদ্ধে বিএনপি ও অন্যন্য বিরোধী দলীয় নেতাদের বাড়ি ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ রয়েছে।
Leave a Reply