রাজধানীর নিউ ইস্কাটনে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির (বিয়াম ফাউন্ডেশন) ভবনের একটি কক্ষে বৃহস্পতিবার এসি বিস্ফোরণে অফিস সহকারী আব্দুল মালেক খান (৪০) নিহত হন। এ ঘটনায় মো. ফারুক (৩০) নামে এক গাড়িচালক দগ্ধ হন। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান এ তথ্য জানিয়েছিলেন। তবে, এ ঘটনাকে বোমা হামলা উল্লেখ করে নিন্দা জানিয়েছে বিএনপি।
শনিবার (১ মার্চ) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত পরশু (বৃহস্পতিবার) রাতে নিউ ইস্কাটন রোডের বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতিকারীদের দ্বারা সংঘটিত কাপুরুষোচিত ও ন্যক্কারজনক বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। এ ন্যক্কারজনক হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতিতে এ ধরনের বোমা হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এ ধরনের হামলা প্রমাণ করে যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি ঘটেছে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এ ধরনের হামলা এবং হতাহতের ঘটনা সেই অপতৎপরতা বহিঃপ্রকাশ।
এসব দুষ্কৃতিকারীকে কঠোর হস্তে দমনের বিকল্প নেই বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করব অতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, ইস্কাটনের ঘটনা তদন্তে বিভিন্ন সংস্থা মিলে কাজ করছি। আমরা এসি বিস্ফোরণ ধরেই তদন্ত চালিয়ে যাচ্ছি। এ ঘটনায় আমাদের তদন্ত চলছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ নিয়ে কাজ করছে।
Leave a Reply